আঞ্জুমান রায়হানা মাহবুব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্বাগতম
আঞ্জুমান মুফিদুল ইসলাম সুদীর্ঘ শতবছরাধিক পুরাতন একটি সেবামূলক প্রতিষ্ঠান। ১৯০৫ সাল থেকে এটি বেওয়ারিশ লাশ দাফন, ফ্রি চিকিৎসা, এ্যাম্বুলেন্স সার্ভিস, এতিমখানা পরিচালনা ও সম্পূর্ণ নিজ খরচে সমাজের এতিম, দরিদ্র, অসহায় এবং সুবিধা বঞ্চিত শিশু—কিশোরদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ উদ্দেশ্যে মিসেস রায়হানা মাহবুব কতৃর্ক দানে প্রাপ্ত একটি তিনতলা ভবনসহ ঢাকার ১৩৬/৪, নয়াটোলা, মগবাজারস্থ সম্পত্তিতে ২০০৩ সন হতে প্রাথমিকভাবে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়। পরবর্তীতে আঞ্জুমান মুফিদুল ইসলামের শিক্ষা প্রকল্পের মাধ্যমে ২০১০ সন হতে সাধারণ শিক্ষার আওতায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চালু করা হয়। এ বিদ্যালয়টির জমিসহ তিনতলা ভবনটির দাতা জনাব রায়হানা মাহবুবের নামে আঞ্জুমান রায়হানা মাহবুব নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয়। পরবর্তীতে আঞ্জুমান মুফিদুল ইসলাম বিদ্যালয় ভবনটির ৪র্থ ও ৫ম তলা বর্ধিত করে। আঞ্জুমান রায়হানা মাহবুব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে।
আঞ্জুমান মুফিদুল ইসলামের জনকল্যাণমুখী ও সেবাধর্মী কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত কমিটি রয়েছে। শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন, বাস্তবায়ন ও জনবল বৃদ্ধিসহ আনুষঙ্গিক বিষয় পরিচালনার জন্য মাধ্যমিক কারিগরি ও সাধারণ শিক্ষা কমিটি রয়েছে। এ কমিটির মাননীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোঃ খলিলুর রহমান (সাবেক মহাপরিচালক, নায়েম)। যিনি এ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে চলমান ও প্রগতিশীল রাখতে সার্বক্ষণিক পরামর্শ ও নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানকে অগ্রগতি এবং সাফল্যের সহায়তা করছেন। শিক্ষা কার্যক্রম উন্নয়নে বর্তমান কমিটির প্রত্যেকেই নিরলসভাবে কাজ করছেন।
বিদ্যালয়ের লক্ষ্য, উদ্দেশ্য ও বৈশিষ্ট্য ঃ
প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামোর আওতায়, দরিদ্র জনগোষ্ঠী ও বর্তমাান সময়ের চাহিদার নিরিখে এবং সরকারি শিক্ষা নীতির ধ্যান ধারনার সাথে সামঞ্জস্য রেখে বিদ্যালয়ের শিক্ষার সকল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে।
১। এলাকার হতদরিদ্র, দুস্থ, এতিম ও সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।
২। সমাজের হতদরিদ্র, দুস্থ, এতিম ও সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের নিখরচায় পড়ালেখা শেখার সুযোগ করে দেয়া।
৩। প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান ও দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে।
৪। ছাত্র—ছাত্রীদের বিনা মূল্যে স্কুলের পোশাক ও শিক্ষা উপকরণ প্রদান।
৫। ছাত্র—ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে যুগোপযোগী শিক্ষাদান।
৬। বিদ্যালয়ে সি সি ক্যামেরা দ্বারা শ্রেণির কার্যক্রম মনিটরিং করা হয়।
৭। শ্রেণি উপযোগি ব্যবহারিক ক্লাসের উপর গুরুত্ব দেয়া হয়।
৮। ছাত্র—ছাত্রীদের শিশু থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষালাভ নিশ্চিত করা।
৯। ধর্মীয় মূল্যবোধ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক শিক্ষা দান।
১০। কারিগরি শিক্ষায় ফিডার স্কুল হিসেবে ভূমিকা রাখা।
১১। এতিম, দুস্থ, অসহায় সন্তানদের উচ্চ শিক্ষার পথ উন্মোচন করা।
১২। কৃতকার্য ছাত্র—ছাত্রীদের ৯ম—১০ম শ্রেণিতে নিজস্ব কারিগরি ইন্সটিটিউট এ ভর্তি সহায়তা করা।
১৩। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি মানবিক বিকাশ সাধন।
১৪। বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়া হয়।
১৫। সর্বোপরি ছাত্র—ছাত্রীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।
Upcoming Events
Results
- 2024-09-10
- Half Yearly Exam
- Download